১৫০+ বাংলা ক্যাপশন, Bangla Captions, বাংলা স্ট্যাটাস, বাংলা শর্ট ক্যাপশন Attitude, বাংলা ইউনিক ক্যাপশন Happy

বাংলা ক্যাপশন সেরাটা, বাংলা স্ট্যাটাস, বাংলা শর্ট ক্যাপশন Attitude, বাংলা ইউনিক ক্যাপশন Happy: বই বা নিবন্ধে একটি ছবির নীচে কিংবা ফেসবুক, ইন্সট্রগ্রাম এ একটি ছোট লেখা প্রদান করা যা ছবিটি বর্ণনা করে বা ব্যাখ্যা করে যে এখানে কিছু বলা আছে তাকে ক্যাপশন বলে আর বাংলায় দিলে সেটাকে বাংলা ক্যাপশন (Bangla Caption) বলে। ক্যাপশন একটি ছবিকে আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে Facebook কিংবা Instagram এর স্ট্যাটাস দিতে গিয়ে আমরা ক্যাপশন ব্যবহার করি। কেউ যদি সত্যিকারের প্রেমে থাকেন কিন্তু মুখ ফুটে কথাগুলো বলতে পারছেম না শেখেত্রে সে বাংলা ক্যাপশন বা বাংলা ইউনিক ক্যাপশন দিয়ে প্রিয় মানুষটাকে দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাছাড়া স্বমী-স্ত্রী নিজদের সেলফি পোস্টে বাংলা শর্ট ক্যাপশন-গুলো ব্যবহার করতে পারেন। তাতে আপনাদের ভালোবাসা আরও গভীরতা পাবে। তাছাড়া এখানে দুঃখ কষ্টের আবেগ অনুভূতির বাংলা ক্যাপশন-ও (Bengali Captions) আছে। আমরা মূলত প্রিয় লেখকদের জনপ্রিয় কবিতার ছন্দ-গুলো বেছে নিয়েছি যা আপনার পোস্টকে আরও ভাবগম্ভীর ও সুন্দর করে তুলবে।

বাংলা ক্যাপশন – Bangla Caption

প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
-রবীন্দ্রনাথ ঠাকুর

সময়ের সাথে মানুষ বদলায়
বসন্তে যেমন ডালে ডালে,
গাছে গাছে নতুন পাতা গজায়
মানুষ বদলে মনে মনে।
– রেদোয়ান মাসুদ

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয় তো গিয়েছি হেরে
থাক না ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে।
-হেলাল হাফিজ

পর মানুষ আপন হলে
রক্তে মিশে যায়
আপন মানুষ পর হলে
বিষ থেকে বাঁচা দায়।
-রেদোয়ান মাসুদ

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
সে জানে তোমারে ভোলা কি কঠিন।
-কাজী নজরুল ইসলাম।

আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
-আরণ্যক বসু

নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে।
-রবীন্দ্রনাথ ঠাকুর

বদলে গেছো তুমি নিজের ইচ্ছায়
বেদলে গেছি আমি অনিচ্ছায়।
আসলে বদলে গেছি দুজনই, দুই কায়দায়
যেমনি করে পৃথিবীর সবকিছু বদলায়।
-রেদোয়ান মাসুদ

বাংলা স্ট্যাটাস – Bangla Status:

খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে
পান্থ বাজায়ে বাঁশি আন্মনে চলে।
ধায় সে বংশীরব বহুদূর গাঁয়
জনহীন প্রান্তর পার হয়ে যায়।
-রবীন্দ্রনাথ ঠাকুর

একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো
আবার আগের মতো কীভাবে ফুটাই এক লক্ষ একটি গোলাপ
অনায়াসে কীভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত,
একবার ভালোসেবে দেখো আবার কীভাবে লিখি দুহাতে কবিতা।
-মহাদেব সাহা

একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি
নিঃসঙ্গতা আমাকে আর পাবে না।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

প্রকৃতির কাছে নেই কো ক্ষমা
কাঁদাবে কোনো একদিন
কাউকে কাঁদিয়ে যতই হাসো না কেন
আপন হাতে বাজবে তার প্রতিশোধের বীন।
-রেদোয়ান মাসুদ

তুমি জানো না__আমি তো জানি,
কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান,
এতো হাসি নিয়ে বুকে
নিশ্চুপ হয়ে থাকি।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি এ হৃদয়।
―জীবনানন্দ দাশ

চ’লে গেলে মনে হয় তুমি এসেছিলে,
চ’লে গেলে মনে হয় তুমি সমস্ত ভূবনে আছো।
–রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।
-রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবাসি তাকে ভালোবাসি
সে থাকুক বা না থাকুক পাশাপাশি
আমার অসুখ ভালোবাসার
ছোঁয়াচে রোগে তাকে ছোঁয়ার
এই রোগ যদি তাকেও ধরে
আমিও মরতে চাই তাঁর ছোঁয়াতে।
–রেদোয়ান মাসুদ

বাংলা ইউনিক ক্যাপশন

আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়…।
-জীবনানন্দ দাশ

করুণা করে হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও
আঙুলের মিহিন সেলাই
ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,
এটুকু সামান্য দাবি চিঠি দিও।
– মহাদেব সাহা

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ।
-কাজী নজরুল ইসলাম

ভুলে থাকা যায় সুন্দর পৃথিবী
ভুলে থাকা যায় জোছনা রাতের আলো
ভুলে থাকা যায় নদীর কলরব
ভুলে থাকা যায় না শুধু তোমার চুলের কালো।
-রেদোয়ান মাসুদ

আমি কবি নই – শব্দ শ্রমিক।
শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়,
হৃদয়ের কালো বেদনায়।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ করো।
উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ।
আমাকে আর কি বেদনা দেখাবে?
—রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার।
-জীবনানন্দ দাশ

সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে
আমি শুধু যাই দূরে।
– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

খারাপ খুঁজতে গিয়েছিলাম আমি,
কাউকে খারাপ পাইনি খুঁজে।
মনের ভিতরে উঁকি দিয়ে দেখি,
আমার চেয়ে খারাপ কেউ নেই।
-সন্ত কবীর

বাংলা শর্ট ক্যাপশন Attitude

সে মোরে দিয়েছে বিষ ভরা বান
আমি দেই তারে বুক ভরা গান।
-জসীম উদ্দীন

মরে গেছি অনেক আগেই হৃদয়ের ঐ অতল তলে
বেচে আছি এইতো অনেক হোক না তা ধাঁধার ছলে
মানুষ যদিও বেঁচে থাকে বাহ্যিকভাবে মনের বলে
কে জানে কার ভিতরের খবর কতটুকু ভাসে চোখের জলে।
-রেদোয়ান মাসুদ

আমি একা
এই ব্রহ্মান্ডের ভেতর
একটি বিন্দুর মতো আমি একা।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

সুতো কেটে তুমি গোটালে নাটাই
আমি তো কাঙাল ঘুড়ি
বৈরি বাতাসে কী আশ্চর্য
একা একা আজও উড়ি।
-হেলাল হাফিজ

যে জীবন ফড়িংয়ের দোয়েলের –
মানুষের সাথে তার হয় নাকো দেখা।
-জীবনানন্দ দাশ

রাত কাটে, ভোর হয়,
পাখি জাগে বনে —
চাঁদের তরণী ঠেকে
ধরণীর কোণে।
-রবীন্দ্রনাথ ঠাকুর

ভালো বন্ধু মানেই ভালো মানুষ নয়।
চোরে চোরেও ভালো বন্ধুত্ব হয়।
-রেদোয়ান মাসুদ

শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে
বলিলাম: ‘একদিন এমন সময়
আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–
পঁচিশ বছর পরে!
―জীবনানন্দ দাশ

বাংলা সেরা ক্যাপশন happy

আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
-জসীম উদ্দীন

তোমার জন্য সকাল, দুপুর
তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ
এবং রজনীগন্ধা।
-হেলাল হাফিজ

সেদিন আকাশ কেঁদেছিল, কেঁদেছিল মেঘ
দু’চোখজুড়ে চেপেছিল বৃষ্টির বেগ
দেখেও দেখেনি কেউ, কার রয়েছে এত ঠেকা
যার জীবন তাকেই কাটাতে হয় পাহাড়ের মতো একা।
-রেদোয়ান মাসুদ

কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী;
প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।
-কাজী নজরুল ইসলাম

এ কেমন তাবিজ করেছো সোনা
ব্যথাও কমে না, বিষও নামে না!
-হেলাল হাফিজ

দেওয়াল জানে বন্দির দুঃখ
চিৎকারে ফেটে হয় চৌচির
বুক জানে মনের যাতনা
বিচ্ছেদে কতটা বিঁধে বিষাক্ত তীর।
-রেদোয়ান মাসুদ

আমার কিছু কথা ছিলো কিছু দুঃখ ছিলো
আমার কিছু তুমি ছিলো তোমার কাছে।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
-কাজী নজরুল ইসলাম

বাংলা ক্যাপশন সেরাটা

ভাঙা কাচের দেওয়াল দেখে বলছো তুমি
কত বড় দুঃখ তার
যার মন ভেঙেছে দ্যাখোনি তারে
দু’চোখজুড়ে কত বড় মেঘের ভার।
-রেদোয়ান মাসুদ

ভালোবেসেই নাম দিয়েছি ‘তনা’
মন না দিলে
ছোবল দিও তুলে বিষের ফণা
-হেলাল হাফিজ

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,
“চলো”, যেদিকে দু’চোখ যায় চলে যাই,
যাবে?
-হেলাল হাফিজ

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো?
-নির্মলেন্দু গুন

যে মোরে করিল পথের বিবাগী;
পথে পথে আমি ফিরি তার লাগি।
-জসীম উদ্দীন

কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে,
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে,
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে ,
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে।
-রেদোয়ান মাসুদ

ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

বাংলা ক্যাপশন স্টাইলিশ

আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে;
অন্যের পাপ মাপি !!
-কাজী নজরুল ইসলাম

আয়ু থাক নেশায় বিভোর
থাকুক বাসনা সারা দেহে,
ঝরার আগেই তুমি হাতটি মেল,
পতনের আগে শুধু জানিয়ে দিও
এ তোমার ভুল সাধ,ভুল বাসনা।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

কাল রাতে – ফাল্গুনের রাতের আঁধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ ।
– জীবনানন্দ দাশ

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি এ হৃদয়।
-জীবনানন্দ দাশ

বাংলা ক্যাপশন সেরাটা, বাংলা স্ট্যাটাস, বাংলা শর্ট ক্যাপশন ও বাংলা ইউনিক ক্যাপশন: উপরে উল্লেখিত বাংলা ক্যাপশন-গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রচেষ্টাকে স্বার্থক মনে করি। আপনাদের অনুপ্রেরণা পেলে এরকম আরও বাংলা শর্ট ক্যাপশন নিয়ে আপনাদের কাছে হাজির হবো। ভালোবাসা সবার জন্য। শুভ কামনা।